বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

কোরআন পোড়ানোর ঘটনায় উদ্বিগ্ন সুইডিশরা, বাড়ল নিরাপত্তা সতর্কতা

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৮:০৯ পিএম

সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, আমি বুঝতে পারছি, অনেক সুইডিশ উদ্বিগ্ন হয়ে আছেন। কিন্তু আমাদের স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যেতে হবে। সম্প্রতি দেশটিতে কোরআন পোড়ানোর ঘটনার প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করলেন। খবর ডয়চে ভেলের।

প্রধানমন্ত্রী জানান, কোরআন পোড়ানোর ঘটনার পর কয়েকটি পরিকল্পিত হামলা ঠেকানো হয়েছে। এ ঘটনায় সুইডেনে এবং সুইডেনের বাইরে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ওইসব সম্ভাব্য হামলা সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি তিনি।

বার্তা সংস্থা রয়টাস জানিয়েছে, সুইডেন ও ডেনমার্কের ইসলামবিরোধী অ্যাক্টিভিস্টরা সাম্প্রতিক সময়ে পবিত্র কোরআন পোড়ানোয় মুসলিম দেশগুলোতে ক্ষোভের জন্ম হয়েছে। এই অবস্থায় গত বৃহস্পতিবার সুইডেনের নিরাপত্তা সতর্কতা তিন থেকে চারে উন্নীত করেছে নিরাপত্তা বাহিনী, যা দেশটির দ্বিতীয় সর্বোচ্চ স্তর।

সুইডেনের নিরাপত্তা বাহিনীর প্রধান শার্লোটে ফন এসেন বলেন, নিরাপত্তা সতর্কতা বাড়ানোর সিদ্ধান্ত একটি ঘটনার প্রেক্ষিতে নেওয়া হয়নি। কারণ আমরা জানি হিজবুল্লাহ, আল-শাবাব ও আল-কায়েদা তাদের সমর্থকদের সুইডেনের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন:
কোরআন অবমাননাকারীর ওপর চড়াও হলেন সুইডিশ নারী
১ সেপ্টেম্বর থেকে বাড়ছে পাউরুটির দাম
দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তারে নতুন জোট

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত