বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

বেনজেমার চোট কতটা ‍গুরুতর

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০৫:১৫ পিএম

হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি প্রো লিগের দল আল ইত্তিহাদে নাম লেখানো করিম বেনজেমা। গতকাল (সোমবার) রাতে আল ওয়েহদার বিপক্ষে ম্যাচে ৪২তম মিনিটেই মাঠ ছাড়তে হয় সর্বশেষ ব্যালন ডি’অরজয়ী এই তারকাকে। বেনজেমার চোট কতটা গুরুতর সেই প্রশ্নই এখন তার ভক্তদের মনে ঘুরছে।

গত মৌসুমে চোটের কারণে অনেকটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল বেনজেমাকে। এমনকি কাতার বিশ্বকাপেও খেলা হয়নি তার। রিয়াল ছেড়ে আল ইত্তিহাদে নাম লিখিয়ে শুরুটা দারুণই করেছিলেন তিনি। লিগে ৪ ম্যাচ খেলে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ২ গোল। কিন্তু চোট তার এই যাত্রায় বাধা হয়ে এলো।

গতকাল বেনজেমা চোটে পড়লে মাঠেই তাকে পর্যবেক্ষণ করেন চিকিৎসকরা। পরে মাঠ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তার বদলি হিসেবে খেলতে নামেন পর্তুগিজ উইঙ্গার জোয়াও পেদ্রো জোতা। গোলও করেন।

বেনজেমার চোট কতটা গুরুতর সে বিষয়ে এখনো কোনো কিছু জানায়নি তার ক্লাব। ধারণা করা হচ্ছে আল হিলালের বিপক্ষে আগামী শনিবারের ম্যাচ মিস করতে পারেন তিনি।

বেনজেমা নিজে বা তার ক্লাব, কোনো পক্ষই অবশ্য চাইবে না এমন কিছু ঘটুক। ভক্তরা তো বটেই। কারণ নেইমারদের আল হিলাল জিতলে টেবিলের শীর্ষে উঠে যাবে দলটি। চোট থাকায় নেইমার অবশ্য এ ম্যাচেও খেলতে পারেবেন না। আন্তর্জাতিক বিরতির আগে সৌদি লিগে অভিষেক হচ্ছে না ব্রাজিলিয়ান তারকার।

গত রাতে ওয়েহদার বিপক্ষে ম্যাচটি ৩–০ ব্যবধানে জিতেছে ইত্তিহাদ। একটি করে গোল করেছেন জোতা, রোমারিনিও ও করোনাদো।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত