শ্লীলতাহানি, জোর করে চুম্বন এবং ছবি তোলা হয়েছিল ছাত্রীর। এরপর তাকে ছেড়েও দিয়েছিল। কিন্তু অভিযুক্তদের গাড়ি ঘোরানোর শব্দ পেয়েই তিনি আতঙ্কিত হয়ে পড়েন। সাহায্যের আশায় ছুটে যান এক অধ্যাপকের বাড়িতে। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের বেনারস হিন্দু ইউনিভার্সিটি (বিএইচইউ) ক্যাম্পাসে।
পুলিশ জানিয়েছে, ছাত্রী দরজায় কড়া নাড়তেই বেরিয়ে আসেন অধ্যাপক। সব জেনে ছাত্রীকে নিজের বাড়িতে আশ্রয় দেন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কমিটিকে জানানো হয়। এরপরই ছাত্রীকে উদ্ধার করে নেওয়া হয় হোস্টেলে। তবে এ ঘটনার পর থেকে হোস্টেলে নিজেকে বন্দি রেখেছেন ছাত্রী। কারো সঙ্গে দেখা করছেন না। প্রচণ্ড আতঙ্কিত হয়ে রয়েছেন।
বিএইচইউ সূত্র জানিয়েছে, ঘটনাটি গত বুধবার রাতের। এক বন্ধুর সঙ্গে হোস্টেল থেকে বেরিয়ে ছিলেন ওই ছাত্রী। এ সময় তাদের ঘিরে ধরেন তিন মোটরসাইকেল আরোহী যুবক। অভিযোগ, সঙ্গীকে মারধর করে ছাত্রীকে টেনে নিয়ে যান তারা। তারপর তাকে বিবস্ত্র করে ছবি তোলা হয়। জোর করে চুম্বনও করে।
তবে ১৫ মিনিট পর ছাত্রীকে ছেড়ে দেন অভিযুক্তরা। অভিযোগপত্রে এমনই দাবি করেছেন ছাত্রী। তবে এরপর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে বিএইচইউ ক্যাম্পাস। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি ওঠে।