রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

ওপেনএআই’র বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০২:২৫ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির মালিকানাধীন প্রতিষ্ঠান ওপেনএআই ও তাদের বিনিয়োগকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। কপিরাইট বা সত্ত্ব লঙ্ঘনের অভিযোগে প্রযুক্তি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ মামলা করেছে প্রভাবশালী সংবাদমাধ্যমটি।  

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বুধবার (২৭ ডিসেম্বর) বলা হয়, চ্যাটজিপিটি তাদের স্বয়ংক্রিয় চ্যাটবটকে প্রশিক্ষণ দিতে গিয়ে নিউইয়র্ক টাইমসের সংবাদগুলোর মেধাসত্ত্ব লঙ্ঘন করেছে।

ম্যানহাটনের ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে করা মামলায় দাবি করা হয় ওপেনএআই তাদের স্বয়ংক্রিয় চ্যাটবটকে প্রশিক্ষণ দেওয়ার জন্য কোনো ক্রেডিট বা পত্রিকাটির সত্ত্ব উল্লেখ ছাড়াই নিউইয়র্ক টাইমসের অসংখ্য সংবাদ ব্যবহার করেছে। প্রতিবেদনে আর্থিক ক্ষতিপূরণের চেয়ে সংবাদ মাধ্যমটির মূল্যবান কাজগুলোকে বিনা অনুমতিতে বেআইনি অনুলিপি এবং ব্যবহারের অভিযোগ করা হয়।অভিযোগ করা হয়, এর মাধ্যমে চ্যাটজিপিটি এখন তথ্যের একটি বিশ্বস্ত উৎস হিসেবে নিউইয়র্ক টাইমসের সঙ্গে প্রতিযোগিতা করছে।

নিউ ইয়র্ক টাইমস পত্রিকার পক্ষ থেকে বলা হয় গত এপ্রিলে তাদের তথ্য ব্যবহারে মাইক্রোসফট ও চ্যাটজিপিটির সাথে আলোচনা হয়েছিল। কিন্তু এ বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত অর্থাৎ চ্যাজিপিটিকে কোন অনুমতি দেয়নি সংবাদমাধ্যমটি।

তবে ওপেনএআইয়ের মুখপাত্র লিন্ডসে হেল্ড জানান, সংস্থাটি নিউ ইয়র্ক টাইমসের সাথে এ বিষয়ে গঠনমূলক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরমধ্যে মামলার ঘটনা তাদের হতবাক করেছে। তবে এ বিষয়ে মাইক্রোসফট কোন মন্তব্য করেনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত