নির্বাচন বর্জন করে বিএনপির ডাকা হরতালের সমর্থনে নেত্রকোণার সদর, কেন্দুয়া ও আটপাড়ায় মশাল মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। শুক্রবার (০৫ জানুয়ারি) রাতে নেত্রকোণার বিভিন্ন স্থানে মশাল মিছিল করেছেন তারা ।
জানা গেছে, নেত্রকোণা সদর উপজেলার মেদনি ইউনিয়নে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না ও ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুবের নেতৃত্বে মশাল মিছিল করেন। অন্যদিকে কেন্দুয়া উপজেলা বিএনপি নেতা জসীমউদ্দিন আহমেদ খোকনের নেতৃত্বে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা টেঙ্গুরী মাদ্রাসা এলাকা মশাল করে।
এছাড়াও রাত আটটায় নেত্রকোণার আটপাড়া উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিয়ারা বাজারে মিছিল বের করেছে। এসময় তারা হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।