সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

‘আমি সেদিন রীতিমতো কান্না করেছিলাম’

অনেকেই আমার গান পছন্দ করেন বলে জানান কিন্তু গানের বিষয়ে কেউই সুযোগ দিতে চাইতেন না। সেই সুযোগটা আমাকে দিয়েছেন হাবিব ওয়াহিদ ভাইয়া। না চাইতেই যেন স্বপ্নপূরণ। 

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৫:০০ পিএম

ছোটবেলা থেকেই নাচ-গানের সঙ্গে বেড়ে ওঠা দেবশ্রী অন্তরার। কত্থক নৃত্যে যতটা পারদর্শী ঠিক ততটাই গানেও। এর পাশাপাশি তিনি কাজ করেন ভয়েজ আর্টিস্ট, সংবাদ উপস্থাপিকা হিসেবেও। বহু গুণের অধিকারী এই তরুণীর নতুন একটি গান উন্মুক্ত হয়েছে সম্প্রতি। ‘মন বোঝে না’ শিরোনামের এই গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদ। অমিতা কর্মকারের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই।

গানটি প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানালেন এর গায়িকা। দেবশ্রী অন্তরার ভাষ্যে, গানটি তো মাত্রই এলো। তারপরেও অনেকের কাছ থেকেই বেশ ইতিবাচক সাড়া পেয়েছি। অনেকে প্রশংসাও করছেন বেশ। 

হাবিব ওয়াহিদের সঙ্গে এটি অন্তরার দ্বিতীয় গান। এর আগে গেল বছরে এই জুটির ‘প্রেমে পড়া মন’ গান শ্রোতামহলে প্রশংসিত হয়। হাবিবের মতো সংগীত তারকার সঙ্গে কাজ করার সুযোগ যে কারও জন্যই বেশ আনন্দের। একইভাবে অন্তরার কাছেও। তিনি বেশ উচ্ছ¡সিত এই গায়কের সঙ্গে কাজ করতে পেরে। দেশ রূপান্তরকে এই গায়িকা বলেন, ‘গানের সঙ্গে ছোটবেলা থেকেই জড়িত। বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়া হয়। অনেকেই আমার গান পছন্দ করেন বলে জানান কিন্তু গানের বিষয়ে কেউই সুযোগ দিতে চাইতেন না। এভাবেই অনেকটা সময় চলে যায়। যেহেতু আমি পড়াশোনা শেষ করে একটি প্রতিষ্ঠানে চাকরি করি, পাশাপাশি ডিবিসি চ্যানেলে সংবাদ উপস্থাপনা করি, বিভিন্ন কনটেন্টে ভয়েজ আর্টিস্ট হিসেবে কাজ করি— ওভাবে গান নিয়ে আলাদা করে ভাবার সময় সুযোগ পেতাম না। এরপর একদিন হাবিব ভাইয়ার ফেসবুক পেজে নক করে আমার গাওয়া কিছু গানের লিংক পাঠাই এবং সেগুলো শুনে তিনি বেশ পছন্দ করেন, আমাকে তার স্টুডিওতে ডাকেন। এরপর তার সঙ্গে আমার প্রথম কাজ হয় ‘প্রেমে পড়া মন’ গানটি।’

‘মন বোঝে না’ গানটি নিয়ে দেবশ্রী অন্তরা বলেন, ‘হাবিব ওয়াহিদ ভাইয়ার কাছে আমি কৃতজ্ঞ তিনি আমাকে এত বড় সুযোগ দিয়েছেন, তার সঙ্গে কাজ করার। এই গানটি করতে গিয়ে আমি বেশ বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছিলাম। যেদিন গানটির ভয়েজ দিয়েছিলাম সেদিন বেশ কিছু ইভেন্ট কাভার করে আমি অনেক বেশি ক্লান্ত ছিলাম। সেদিনই গানটির ভয়েজ দিতে হবে। ভয়েজ দিতে গিয়ে কোনোভাবেই আমি আমার পূর্ণ মনোযোগ দিতে পারছিলাম না। হাবিব ভাইয়াও আমার কাছ থেকে পূর্ণ সাপোর্ট পাচ্ছিলেন না, তিনি যেভাবে চাচ্ছিলেন আমি সেভাবে ভয়েজ দিতে পারছিলাম না। একটা পর্যায়ে তিনি আমাকে ধমক দিয়ে বসেন। এরপর আমি ওয়াশরুমে গিয়ে প্রায় অনেকক্ষণ কান্না করি। এরপর ফ্রেশ হয়ে এসে আবার ভয়েজ দিই এবং সেটা ওকে করেন তিনি। তখন তিনি একটাই কথা বলেছেন, ‘আমি জানি না ওয়াশরুমে তুমি কী করেছ, কিন্তু এখনকার ভয়েজটাই পারফেক্ট হয়েছে’। তিনি আমাকে বিভিন্ন সময়েই গান নিয়ে বিভিন্নভাবে গাইড করেন, সাজেশন দেন যেটা অবশ্যই অনেক বড় প্রাপ্তি।’

চলতি বছরে আরও বেশ কিছু গান নিয়ে আসবেন বলে জানান এই গায়িকা। অন্তরা এরমধ্যে বেশ কিছু নাটকে গান করেছেন। কাজ করেছেন বেশ কিছু নামি ব্র্যান্ডের জিঙ্গেলেও।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত