বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মই পড়ে হকার নিহত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৪ পিএম

রাজধানীর মগবাজারে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি লোহার তৈরি মই পড়ে মতিউর রহমান মতি মিয়া নামে (৫৫) এক হকার নিহত হয়েছেন। নিহত মতি মিয়া ফেরি করে রেকসিনসহ বিভিন্ন মালামাল বিক্রি করতেন।

আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) হাতিরঝিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার বাসিন্দা তিনি। রাজধানীর মানিকনগর এলাকায় একটি ম্যাচে থাকতেন। দুই মেয়ের জনক ছিলেন তিনি। মতি মিয়ার মৃত্যুর সংবাদ পেয়ে ছোট ভাই মোরশেদ মিয়া সহ আত্মীয়-স্বজনরা সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে গিয়ে উপস্থিত হন।

ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, বুধবার সকালে মগবাজার দিলু রোডের পানির পাম্পের পাম্প সংলগ্ন রেললাইনের পাশে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি লোহার তৈরির মই নিচে পরে মতি মিয়া নামে এক হকার মারা যান।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত