শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

মেঘনায় কামরুল হত্যা মামলার ৫ আসামি গ্রেপ্তার

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৪ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের চাঞ্চল্যকর কামরুল ইসলাম হত্যা মামলার ১ নম্বর আসামি চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির (৫০)সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এজাহারভুক্ত নামীয় আসামিরা হলেন চেয়ারম্যানের ছোট ভাই মো. সানাউল্লাহ (৪৬) ও ছেলে সাব্বির আহম্মেদ (২৮), একই এলাকার অজ্ঞাত আসামি হাজী মোহাম্মদ ওমর আলীর ছেলে আবু তাহের (২৪), আনছার আলীর ছেলে মো. মমিন (৪৩)।

গতকাল মঙ্গলবার মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এসআই উজ্জ্বল চন্দ্র সূত্রধর, এসআই মো. হাক্কানী বিল্লাহ, এএসআই মো. আল মামুন জিহাদিসহ একটি দল ঢাকার সেগুনবাগিচা থেকে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন জানান, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করেছেন। মামলায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত