ক্যারিয়ার শুরুর মাসেই আইসিসির মাসসেরা ক্রিকেটারের খেতাব জিতে নিলেন উইন্ডিজ পেসার শামার জোসেফ। শামার বীরত্বে ২৭ বছর পর অস্ট্রেলিয়াকে তাদের মাটিতেই হারিয়ে দেওয়ার কৃতিত্বস্বরূপ এ স্বীকৃতি পেলেন শামার।
গায়ানার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা ২৪ বছরের এ পেসারের অভিষেক হয় অস্ট্রেলিয়া সিরিজে। অভিষেকের প্রথম বলেই স্টিভেন স্মিথের উইকেট নিয়ে শুরু হয় তার ফেইরিটেল যাত্রা। ওই ইনিংসেই পাঁচ উইকেট শিকার করেন তিনি। দ্বিতীয় টেস্টে পায়ে ব্যাথানাশক ইনজেকশন নিয়ে বোলিং করতে নেমে বিধ্বংসী স্পেলে ৭ উইকেট নিয়ে উইন্ডিজকে এনে দেন অবিস্মরণীয় জয়। তার বীরত্বে ধারাভাষ্য কক্ষে থাকা কিংবদন্তি ব্রায়ান লারা, কার্ল হুপাররা অশ্রুসিক্ত হয়ে যান।
মাসসেরা হয়ে শামার বলেন, ‘এ পুরস্কার জিতে আমি অত্যন্ত আনন্দিত। বিশ্বমঞ্চে এমন স্বীকৃতি আমার জন্যে বিশেষ কিছু। আমার দলের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমি একা হয়তো পুরস্কার গ্রহণ করবো কিন্তু এর দাবিদার আমাদের পুরো দল।’
জানুয়ারি মাসে নারীদের মাসসেরার খেতাব জিতেছেন আয়ারল্যান্ডের অ্যামি হান্টার। গতমাসে জিম্বাবুয়ের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জেতার পথে তার ব্যাটিং ইনিংসগুলোর সুবাদে এ স্বীকৃতি পান হান্টার। পেছনে ফেলেন অস্ট্রেলিয়ার বেথ মুনি ও অ্যালিসা হিলিকে।