মার্কাসহ বেশি কিছু গণমাধ্যম তাদের রিপোর্টে বলেছিল, করিম বেনজেমার সঙ্গে বনিবনা হচ্ছে না আল-ইত্তিহাদের আর্জেন্টাইন কোচ মার্সেলো গ্যালার্দোর।
প্রতিবেদনে বলা হয়েছিল ১৭ দিন দেরি করে ক্লাবে ফেরার পর থেকেই কোচের সঙ্গে ঝামেলা চলছে বেনজেমার। গ্যালার্দো নাকি চেয়েছিলেন দেরি করে ফেরা বেনজেমা আগে ব্যক্তিগত ভাবে অনুশীলন করুক। তবে তাতে রাজি হননি বেনজেমা।
এসব খবর নিয়ে আগে চুপ থাকলেও এবার মুখ খুললেন বেনজেমা।
গ্যালার্দোর সঙ্গে কোন ঝামেলা নেই জানিয়ে বেনজেমা বলেন, 'আমার কোচ গ্যালার্দোর সঙ্গে কোন ঝামেলা নেই। যা কিছু লেখা হয়েছে (সংবাদ মাধ্যমে) এই বিষয়ে তা সবই মিথ্যে। আমি শীতকালিন দল-বদলে ইউরোপে ফিরতে চাই এই কথাটিও মিথ্যা।'
এএফসি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বৃস্পতিবার রাতে আল ইত্তিহাদ ২-১ গোলে জিতেছে উজবেকিস্তানের ক্লাব নাভবাহরের বিপক্ষে। ম্যাচের ২৫ মিনিটেই করিম বেনজেমার আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে ইত্তিহাদ। তবে হামদাল্লাহর গোলে সমতায় ফেরার পর ৮৭ মিনিটে বাভবাহরের তোমা তাবাদজের আত্মঘাতী গোলে জয় পায় ইত্তিহাদ।
বেনজেমার দল উঠেছে কোয়ার্টার ফাইনালে।