রোববার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

ট্রাক থেকে নামিয়ে চালকের ডান পায়ে গুলি

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০১:৫৪ পিএম

রাজধানীর সবুজবাগ আমুলিয়া রোডে দুর্বৃত্তের গুলিতে মো. আলম (৪৮) নামে এক ট্রাক চালক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলম পরিবার নিয়ে খিলগাঁও নন্দীপাড়া এলাকায় থাকেন।

আজ রবিবার (১০ মার্চ) ভোরে আমুলিয়া রোড বাইকদিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে।

হাসপাতালে ট্রাক চালক মো. আলম জানান, মালিবাগ থেকে ট্রাকে মাটি ভরে বাইকদিয়া এলাকায় যান আলম। ট্রাকটিতে ছিলেন এর মালিক গোলাম ফারুকও। তখন ৮-১০ জনের একটি দল ইট পাটকেল নিক্ষেপ করে প্রথমে ট্রাকের গ্লাস ভাঙচুর করে। এরপরে তারা আমাকে মারধর করে ট্রাক থেকে নামিয়ে তার ডান পায়ে হাঁটুর নিচে পিস্তল ঠেকিয়ে গুলি করে।

ট্রাক মালিক ফারুক জানান, ঘটনার সময় তিনিও সাথে ছিলেন। তবে ভাগ্যক্রমে তিনি গুলি থেকে বেঁচে যান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ আলমকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি রাখা হয়েছে। তার অবস্থা শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। ঘটনাটি সবুজবাগ থানা পুলিশ তদন্ত করছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত