সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

প্রজনন হার কমেছে

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০২:০৮ পিএম

এক বছরের ব্যবধানে ১৫ থেকে ৪৫ বছর বয়সী নারীদের সন্তান জন্মদানের হার কমেছে। ২০২৩ সালে দেশে প্রজনন হার দাঁড়িয়েছে ২ দশমিক ১৭, এক বছর আগেও তা ছিল ২ দশমিক ২০।

আজ রবিবার (২৪ মার্চ) বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২৩ প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। ওই প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

এসডিআরএস ইন ডিজিটাল প্ল্যাটফর্ম প্রকল্পের আওতায় ২০১২টি নমুনা এলাকা হতে সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩-এর গুরুত্বপূর্ণ ফলাফল প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এক বছরের ব্যবধানে দেশে জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে। ২০২৩ সালে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১.৩৩% যা ২০২২ সালে ছিল ১.৪০৭%।

বিবিএস বলছে, স্বাভাবিক পদ্ধতিতে সন্তান প্রসবের হার ২০২২ সালের ৫৮.৬ শতাংশের তুলনায় হ্রাস পেয়ে ২০২৩ সালে হয়েছে ৪৯.৩ শতাংশে। অস্ত্রোপচার পদ্ধতিতে প্রসবের হার ২০২২ সালের ৪১.৪ শতাংশের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ২০২৩ সালে হয়েছে ৫০.৭ শতাংশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত