গত ডিসেম্বর রণবীর কাপুর ও আলিয়া ভাট তাদের মেয়ে রাহা কাপুরকে প্রকাশ্যে আনেন। তার পর থেকেই ফটোশিকারিদের প্রিয় হয়ে উঠছে ছোট্ট রাহা। যেখানেই যায় ক্যামেরার লেন্স তার দিকে তাক করে থাকে। ইতিমধ্যেই রাহার মুখের নানা অঙ্গ-ভঙ্গি ভাইরাল নেটপাড়ায়। এবার আরেক কন্যার সঙ্গে রাহার মিল খুঁজে পেলেন নেটাগরিকরা। এই খুদের নাম হালিমা আসলাম। সে পাকিস্তানি গায়ক আতিফ আসলামের মেয়ে।
রণবীর-আলিয়ার মেয়ের নীল চোখ, গোলাপি গাল দেখে এমনিতেই মুগ্ধ নেটপাড়া। এবার মেয়ে হালিমার এক বছরের জন্মদিনে তাকে প্রকাশ্যে আনলেন আতিফ। তার পর থেকেই এই দুই খুদের মিল খুঁজেছে নেটাগরিকরা। মেয়ের দুটি ছবি প্রকাশ্যে এনেছেন আতিফ। তাতে একটিতে মেয়েকে কোলে তুলে খেলছেন গায়ক। অন্যটিতে ছোট হালিমা জানালা দিয়ে উঁকি মারছে।
শনিবার ছিল হালিমার প্রথম জন্মদিন। সেই জন্যই সোশ্যালে তার ছবি পোস্ট করেন গায়ক। তার পর থেকে রাহা-হালিমকে নিয়ে কমেন্টের বন্যা। কেউ লিখছেন, ‘দুই বোনের মতো মনে হচ্ছে ওদেরকে।’ কারও মতে, ‘রাহার সঙ্গে ওর চুলের ধরন ও নাকের মিল রয়েছে। চোখের রংটা একদম আলাদা।’
২০১৩ সালের ২৯ মার্চ সারাহ ভারওয়ানাকে বিয়ে করেন আতিফ আসলাম। পরের বছরই প্রথম সন্তান, আব্দুল আহাদের জন্ম হয়। এরপর ২০১৯ সালে আতিফ-সারার জীবনে আসে তাদের দ্বিতীয় ছেলে আরিয়ান আসলাম। এরপর ২০২৩ সালে কন্যা সন্তান হালিমার মা-বাবা হন এই দম্পতি।