বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

সিএনজির মিটারের কথা ভুলে গেছেন যাত্রীরা!

আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০৮:৫৯ পিএম

একজন সিএনজি অটোরিকশা চালক বলছেন, 'মিটারে তো যাত্রীরাই চেতে চায় না। আমরা যাব কিভাবে?' আবার আরেকজন বলছেন, 'মিটারে যাব কেমনে? এগারোশো ত্রিশ টাকা গাড়ি জমা। সাড়ে তিনশ-চারশ টাকার গ্যাস লাগে। মিটারে গাড়ি চালিয়া তো পোষায় না।' আবার যাত্রীরা বলছেন, 'দেড়শ থেকে দুইশ টাকা ভাড়া বেশি চায়।'

বিস্তারিত দেখুন ভিডিওতে...

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত