বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) জারি করা সিএনজি অটোরিকশা চালকরা মিটারের চেয়ে বেশি ভাড়া নিলে ৫০ হাজার টাকা জরিমানা এবং ছয় মাসের কারাদণ্ডের বিধান বাতিল করা হয়েছে। সেই সঙ্গে সিএনজি অটোরিকশা চালকদের প্রতি সড়ক অবরোধ প্রত্যাহারের অনুরোধ করেছে ডিএমপি।
আজ রোববার সকালে গনমণমাধ্যমকে পাঠানো খুদে বার্তায় এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।
খুদে বার্তায় বলা হয়, ৪ স্ট্রোক থ্রি-হুইলার যান সম্পর্কিত বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত সাম্প্রতিক নির্দেশনাটি অদ্য ১৬ ফেব্রুয়ারী ২০২৫ খ্রি. বাতিল করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হলো এবং অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলো।
এর আগে রোববার সকাল থেকে মিটারে না চালালে মামলা ও জরিমানার ইস্যুতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেন সিএনজিচালিত অটোরিকশা চালকেরা। এতে সড়কে দেখা দেয় তীব্র যানজট।