বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ইডেনে সাংবাদিকদের মিষ্টি খাওয়ালেন গম্ভীর

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৫:৫২ পিএম

বাঙালি না হলেও বাংলার সংস্কৃতি ভালোই জানাশোনা গৌতম গম্ভীরের। কারণ আইপিএলে যে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি খেলেছেন ৭ মৌসুম। যারমধ্যে দুবার জিতিয়েছেন শিরোপা। সেটাও আবার অধিনায়ক হিসেবে। মাছে বিচ্ছেদ হলেও ৭ বছর পর আবার ফিরেছেন তিনি পশ্চিমবঙ্গের ফ্র্যাঞ্চাইজিটিতে।

চলমান আসরে গম্ভীর দলটির পরামর্শকের দায়িত্বে আছেন। আজ বাংলা নববর্ষের প্রথম দিনে ইডেন গার্ডেনে খেলতেও নেমেছে কলকাতা। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে এই ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গম্ভীরই এসেছিলেন কলকাতার প্রতিনিধি হয়ে। সেখানে সাংবাদিকদের জটিল সব প্রশ্নের উত্তর দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের মিষ্টি খাইয়েছেন তিনি।

সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর সাংবাদিকেরা যখন চলে যাচ্ছিলেন, ঠিক সে সময় গম্ভীর তাদের উদ্দেশে বলেন, ‘আগামীকাল (আজ) নববর্ষ। তাই আমরা আপনাদের জন্য মিষ্টি নিয়ে এসেছি। নির্দ্বিধায় মিষ্টি খান এবং কিছু ক্যালরি বাড়ান।’

গম্ভীরের সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স। লিখেছে, ‘গৌতম গম্ভীরের সঙ্গে মিষ্টি মুখ।’ সাংবাদিকদের সঙ্গে গম্ভীরের এমন আতিথেয়তা অনেকের মন জিতে নিয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত