কুষ্টিয়ার কুমারখালীতে গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ, সমাজ সংস্কারক, নারী শিক্ষার অগ্রপথিক সাধক ও সাহিত্যিক সাংবাদিক কাঙাল হরিনাথ মজুমদারের ১২৮তম প্রয়াণ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘর চত্বরে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে জাদুঘর মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। এতে সভাপতিত্ব করেন ইউএনও এস এম মিকাইল ইসলাম।
কাঙাল হরিনাথ ১৮৩৩ সালের ২২ জুলাই কুমারখালীর কুন্ডুপাড়াতে জন্মগ্রহণ করেন। ১৮৯৬ সালের ১৮ এপ্রিল তিনি মারা যান। তিনি সমসাময়িক সময়ে কুমারখালী থেকে গ্রামবার্তা নামের একটি মাসিক পত্রিকা নিয়মিত প্রকাশ শুরু করেন এবং একাধারে ব্রিটিশদের বিরুদ্ধে ও জমিদারদের বিরুদ্ধে খবর প্রকাশ করে নিপীড়িত মানুষের মনে জায়গা করে নেন যা আজও প্রতিবাদী চেতনার মানুষের প্রেরণা উৎস হিসেবে অম্লান হয়ে আছে।
তাঁর স্মরণে কুমারখালীতে একটি স্মৃতি জাদুঘর নির্মাণ করা হয়েছে। অনেক প্রচেষ্টার পর গত কয়েক মাস আগে বাস্তুভিটা থেকে কাঙালের ব্যবহৃত ঐতিহাসিক মুদ্রণযন্ত্রটি জাদুঘরে স্থানান্তর করা হয়েছে। তবে আজও অবহেলায় অরক্ষিত কাঙালের বাস্তুভিটা ও সমাধিঘর।