মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

লিভারপুল ইস্যুতে আর্সেনাল আইকনের মন্তব্যে চটেছেন আলোনসো

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৬:০৫ পিএম

ইয়ুর্গেন ক্লপ মৌসুম শেষেই ছাড়ছেন লিভারপুল। রেডদের ইচ্ছে ছিল জাবি আলোনসোকে তার স্থলাভিষিক্ত করার। সেজন্য প্রস্তাবও দিয়েছিল। বায়ার্ন মিউনিখের ১১ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে বায়ার লেভারকুসেনকে প্রথমবার বুন্দেসলিগার শিরোপা এনে দেওয়া এই স্প্যানিশ কোচের তাই বেড়েছিল কদর। কিন্তু আলোনসো সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এমনকি বায়ার্ন মিউনিখকেও না করে দিয়েছেন তিনি। আরও এক মৌসুম তিনি লেভারকুসেনে থাকতে চান।

তার এই সিদ্ধান্তে বেজায় চটেছেন সাবেক ইংলিশ ফুটবলার পল মারসন। স্কাই স্পোর্টসের এই ফুটবল বিশেষজ্ঞ আলোনসোকে সতর্ক করে মন্তব্য করেছেন, লিভারপুল ও বায়ার্ন মিউনিখের চাকরির প্রস্তাব হয়তো আর আসবে না। এমনকি আগামী মৌসুমে লেভারকুসেনের বুন্দেসলিগার শিরোপা জয়ের সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন তিনি।  

আর্সেনালের আইকন হিসেবে পরিচিত পল মারসন আলোনসোর বর্তমান ক্লাবে থাকার সিদ্ধান্তে অবাক হয়েছিলেন জানিয়ে বলেন, ‘আপনাকে খড় তৈরি করতে হবে যখন ব্যবস্থাপনায় সূর্য জ্বলজ্বল করছে এবং আপনি বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় দুটি কাজের কথা বলছেন। তারা হয়তো আর কখনো আসবে না। আগামী বছর বায়ার লেভারকুসেনকে আর লিগ জিততে দেখছি না। আমি মনে করি, বায়ার্ন গত ১০ বছর ধরে যেখানে ছিল সেখানেই থাকবে। আমি হতবাক। আমি বুঝতে পারি যে তিনি যা করছেন তাতে তিনি সম্ভবত খুশি, তিনি দুর্দান্ত প্রশংসা পাচ্ছেন এবং এটি সঠিক, তবে এগুলি একবার নীল চাঁদে আসে। আমি শুধু আশা করি তিনি এই বিষয়ে অনুশোচনা করবেন না। আমি জানি ম্যানেজমেন্ট কেমন- সবাই বস্তা পায়। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় কাজ দুটি।’

মারসনের এমন মন্তব্যে পাল্টা চটেছেন আলোনসোও। সঙ্গে প্রতিবাদ করেছেন লেভারকুসেন বস। স্প্যানিশ গণমাধ্যম এএসকে তিনি বলেন, ‘পল মারসন এমন সিদ্ধান্ত নিয়েছেন যার মূল্য আমি দিতে পারি না। আমারটা এই পর্যন্তই।’

৪২ বছর বয়সী এই কোচ আরও বলেন, ‘প্রত্যেকেই নিজের সিদ্ধান্তের জন্য দায়বদ্ধ। আমি আশা করি (আমার থাকার সিদ্ধান্ত) সঠিক হবে, আমি নিশ্চিত যে এটি এমনই হবে। আমি মুহূর্তটা উপভোগ করছি এবং অবশ্যই উন্নতি চালিয়ে যেতে চাই।’

পাঁচ ম্যাচ বাকি থাকতেই বুন্দেসলিগা জিতেছে লেভারকুসেন, চিরপ্রতিদ্বন্দ্বী চ্যাম্পিয়ন বায়ার্নের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে। আলোনসোর দল সব প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত রয়েছে। আগামী মাসে ডিএফবি পোকাল ফাইনাল এবং ইউরোপা লিগের সেমিফাইনালে লড়াই করবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত