বাংলাদেশের ওপর দিয়ে প্রবহমান তীব্র তাপদাহের কারণে স্বাস্থ্যঝুঁকির বা শরীরে পানি শূন্যতার আশঙ্কা দেখা দিয়েছে। সার্বিক অবস্থা বিবেচনা করে রাজধানীর জনবহুল পয়েন্টে খাবার পানি সরবরাহের ব্যবস্থা নিয়েছে ঢাকা ওয়াসা।
রবিবার (২১ এপ্রিল) ঢাকা ওয়াসা উপ প্রধান জনতথ্য কর্মকর্তা এ এম মোস্তফা তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ওয়াসার গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে দেশের ওপর দিয়ে প্রবহমান তীব্র তাপদাহের কারণে স্বাস্থ্যঝুঁকির বা শরীরে পানি শূন্যতার আশঙ্কা দেখা দিয়েছে। সার্বিক অবস্থা বিবেচনা করে ঢাকা মহানগরীর জনবহুল পয়েন্টে খাবার পানি সরবরাহের ব্যবস্থা নিয়েছে ঢাকা ওয়াসা (সকাল ১১টা থেকে বিকেল ৫টা)। আপনাদের প্রয়োজনে পাশেই থাকছে ঢাকা ওয়াসার পানি সেবা।
যেসব পয়েন্টে খাবার পানি সরবরাহ করা হবে
মডস জোন-১ এর আওতাধীন বিভিন্ন এলাকায় (টিকাটুলী মোড়ে, জয়কালী মন্দির পুলিশ বক্স, রামকৃষ্ণ মিশন রোডে, কমলাপুর রেল স্টেশন, মানিক নগর বিশ্বরোড, জনপথ পুলিশ বক্স ভ্যান; কমলাপুর স্টেডিয়াম, শহীদ ফারুক রোড, ধোলাইখাল মোড়, মুরসী টোলা মোড়)।
মডস জোন-২-এর আওতাধীন ৫টি পয়েন্টে (১. আজিমপুর কবরস্থানের সামনে, ২. পলাশীর মোড়, ৩. নয়া বাজার ইংলিশ রোডের সামনে, ৪. সদরঘাট টার্মিনাল-১ এলাকা, ৫. সদরঘাট টার্মিনাল-২ এলাকা)।
মডস জোন-৩-এর আওতাধীন ১০টি স্থানে পানির ট্যাংক স্থাপন করা হয়েছে: ১. টাউন হল বাজার, ২. মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, ৩. শ্যামলী সিনেমা হল, ৪. শ্যামলী শিশুমেলা, ৫. সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে, ৬. কলেজ গেট, ৭. মানিক মিয়া এভিনিউ, ৮. ঢাকা কলেজের গেট, ৯. জিগাতলা বাসট্যান্ড ও ১০. শংকর বাসস্ট্যান্ড।
এ ছাড়াও ভ্যান গাড়ির মাধ্যমে ১০টি স্থানে পানির ট্যাংকের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হচ্ছে:
১) ফার্মগেট তেজগাঁও কলেজের সামনে
২) পান্থপথ সিগন্যাল
৩) নিউ মার্কেট (পশ্চিম পাশ)
৪) নিউ মার্কেট (পূর্ব পাশ)
৫) কলাবাগান (মাঠের পাশে)
৬) মোহাম্মদপুর বাস স্ট্যান্ড (রাস্তার অপর পাশে)
৭) কাওরানবাজার সার্ক ফোয়ারা
৮) ফার্মগেট খামারবাড়ি
৯) বসিলা বেরিবাধ চার রাস্তার মোড়
১০) শংকর বাস স্ট্যান্ড (রাস্তার অপর পাশে)
ঢাকা ওয়াসার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক তীব্র তাপদাহের কারণে মডস জোন-৬-এর আওতাধীন বিভিন্ন এলাকায় ভ্যান গাড়ির মাধ্যমে পথচারীদের বিনামূল্য বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়।