সারা দেশে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। এরমধ্যেই জীবিকার তাগিদে বের হতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। তীব্র গরমে মারাত্মক ঝুঁকিতে রয়েছেন ঢাকার রিকশাচালকেরা। হিট স্ট্রোকে মৃত্যুও হয়েছে কয়েকজনের। এমন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ট্রাফিক পুলিশ সদস্যরা।
প্রচণ্ড গরমে আজ সকালে যাত্রাবাড়ী মোড়ে অসুস্থ হয়ে পড়ে যান এক রিকশাচালক। তাৎক্ষণিকভাবে তাকে সাহায্যের জন্য এগিয়ে যান কর্তব্যরত ট্রাফিক পুলিশ। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলেন পুলিশ সদস্যরা। এদিকে ট্রাফিক পুলিশ সপ্তাহব্যাপী চৌরাস্তায় খাবার স্যালাইন ও পানি বিতরণ অব্যাহত রেখেছে।