পরীক্ষায় বসতে রাজি হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। আগামী ১১ মে থেকে আন্দোলনের কারণে বর্জনকৃত এবং স্থগিত পরীক্ষা শুরু হবে। দ্রুতই এসব পরীক্ষার রুটিন করা হবে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বুয়েট প্রশাসনের সাথে শ্রেণি প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের (ডিএসডব্লিও) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থগিত পরীক্ষা ছাড়াও শিক্ষার্থীদের বর্জন করা পরীক্ষাগুলোও নতুন করে নেওয়া হবে। যেসব শিক্ষার্থী পূর্বে পরীক্ষা দিয়েছে তারাও চাইলে নতুন করে পরীক্ষা দিতে পারবে। না চাইলে পূর্বে দেওয়া পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ণ করা হবে।
এর আগে ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিপক্ষে অবস্থান নিয়ে প্রতিবাদের অংশ হিসেবে ক্লাস-পরীক্ষা বর্জন করে আসছিলেন শিক্ষার্থীদের অধিকাংশরাই। এরমধ্যেই গত ২০ এপ্রিল পরীক্ষা স্থগিত ঘোষণা করে বুয়েট প্রশাসন।