মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

মোটরসাইকেল আটকানোয় পুলিশকে পেটালেন যুবক

আপডেট : ১৯ মে ২০২৪, ০৬:৫৮ পিএম

রাজশাহীতে পুলিশ চেকপোস্টে দুই পুলিশ সদস্যকে মারপিট করে আহত করেছেন এক যুবক। আজ রবিবার (১৯ মে) দুপুরে রাজশাহী নগররী বোয়ালিয়া থানার পঞ্চবটি মাজারের সামনে পুলিশ চেকপোস্টে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই যুবককে আটক করা হয়েছে।

আটককৃত যুবকের নাম মো. সোহান (২২)। তিনি রাজশাহীর নগরীর কাটাখালি এলাকার বাসিন্দা। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জামিলুর ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি মাজারের সামনে পুলিশ চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল। এসময় মোটরসাইকেল আরোহী সোহানকে থামার নির্দেশ দেওয়া হয়। তিনি থামলেও তার সাথে কথাবার্তা বলা অবস্থায় ২ পুলিশ সদস্যকে মারপিট করে পালানোর চেষ্টা করেন সোহান। পরে তাকে আটক করা হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত