বগুড়ায় ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ তুলেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী দুজন। তারা হলেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সুলতান মাহমুদ খান রনি ও ঘোড়া প্রতীকের প্রার্থী আবু সুফিয়ান সফিক। আনারস প্রতীকের প্রার্থী জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়।
বুধবার (২৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া পিটিআই স্কুলে ভোট দেন চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ খান রনি। এ সময় তিনি অভিযোগ করেন, বগুড়া সদরের ঠনঠনিয়া মাদ্রাসা, জুবলী স্কুল, হাসনা জাহান স্কুল, থেকে এজেন্ট বের করে দেয়া হয়েছে।
একই অভিযোগ তুলেছেন ঘোড়া প্রতীকের প্রার্থী আবু সুফিয়ান সফিক। তিনি বলেন, যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের আনারস প্রতীকের লোকজন জোর করে এজেন্টদের বের করে দিয়েছে।
আবু সুফিয়ান সফিক ও সুলতান মাহমুদ খান রনি সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া শহরের ঠনঠনিয়া নুরুন আলা নূর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে সামনে এসব অভিযোগ করেন।
এসময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার প্রার্থীদের ভোটকেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার আশ্বাস দেন।