রাজধানীর মতিঝিলের মেট্রোরেল স্টেশনের তিন তলার ছাদে পড়ে থাকা একটি ড্রোন উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে ড্রোনটি কার বা কিভাবে ছাদে আসল সে ব্যাপারে জানা যায়নি। গত ১০ জুন ড্রোনটি মেট্রো স্টেশনের ছাদের ওপর আটকে পড়ে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার কিছুক্ষণ পর ড্রোনটি উদ্ধার করেন সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের কর্মীরা। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাজাহান শিকদার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, মতিঝিলের মেট্রোরেল স্টেশনের তিনতলার ছাদে একটি ড্রোন পড়েছিল। মেট্রোরেলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের টিটিএল দিয়ে ড্রোনটি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছিল, মেট্রোরেল চলাচল করায় হাইভোল্টেজ বিদ্যুৎ থাকায় ড্রোন উদ্ধার করা যাবে না। এ কারণে শুক্রবার মেট্রোরেল বন্ধ থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ড্রোনটি উদ্ধার করা হয়।