সোমবার, ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

এবারের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হয়েছে: পুলিশ

আপডেট : ২০ জুন ২০২৪, ০৮:৪৬ পিএম

সারা দেশে ঈদুল আজহাকে কেন্দ্র করে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট স্পিডগান ব্যবহারসহ নানামুখী ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক থাকায় জনগণের ঈদ যাত্রা ছিল নিরাপদ ও স্বস্তিদায়ক।

বৃহস্পতিবার (২০ জুন) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ১৩ থেকে ১৮ জুন পর্যন্ত পুলিশ দেশের বিভিন্ন মহাসড়ক ও সড়কের ৫৫৬টি স্থানে স্পিডগান ব্যবহার করেছে। এ সময় ওভারস্পিডের কারণে ১ হাজার ৪৫৮টি প্রসিকিউশন দেওয়া হয়েছে। গণপরিবহন ব্যতীত অন্যান্য পরিবহনে যাত্রী পরিবহন করায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে ৫৮৩টি যানবাহনের বিরুদ্ধে। এ ছাড়াও পুলিশ ২ হাজার ১৪টি স্থানে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন ধরনের পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে।

এ সময়ে মোট ৭ হাজার ১০২টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে। সড়ক দুর্ঘটনা হ্রাস, জনগণের নিরাপদ এবং স্বস্তিদায়ক চলাচল অব্যাহত রাখতে পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত