টানা ভারী বর্ষণে কক্সবাজার শহরে পাহাড় ধসে মীম ( ১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় পরিবারের আরও তিন সদস্য আহত হন।
বৃহস্পতিবার (১২ জুলাই) রাতে কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সৈকত পাড়ায় এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় পাহাড় ধসে শহরে ৪ জনের মৃত্যু হয়েছে।
নিহত মীম (১৩) সৈকত পাড়া এলাকার মো. সেলিমের মেয়ে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভারী বর্ষণের সময় কক্সবাজার শহরের সৈকত পাড়ায় পাহাড় ধসে স্থানীয় বাসিন্দা সেলিমের ঘরের উপর মাটি চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে ঘটনাস্থল থেকে পুরো মাটি সরালে মীমকে মৃত অবস্থায় পাওয়া যায়।
কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান বলেন, আইনি প্রক্রিয়া শেষে শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।