রাজকীয় আসরের মধ্য দিয়ে গতকাল (১২ জুলাই) বিয়ের পিঁড়িতে বসেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। তাদের এই অনুষ্ঠানে হলিউড থেকে শুরু করে গোটা বলিউড, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা হাজির হয়েছেন। কোনো কিছুতেই কমতি রাখেন নি আম্বানি পরিবার।
এরমধ্যে এই অনুষ্ঠানে অংশ নিতে মুম্বাই এসেছিলেন হলিউড তারকা কিম কার্দাশিয়ান। সঙ্গে এসেছিলেন তার বোন ক্লোয়ি কার্দাশিয়ানও। ভারতে এসে একেবারে সাধারণ নারীর মতো ঘুরে বেড়িয়েছেন মুম্বাইয়ের রাস্তায়। অটোরিকশায় করে শহর ঘুরে দেখেছেন তারা দুই বোন।
তবে বিয়েতে পাশ্চাত্যের পোশাকেই দেখা গেছে দুই বোনকে। তবে তার মধ্যে ছিল ভারতীয় সংস্কৃতির ছোঁয়া। কিমের কপালে লাল টিকা। ক্লোয়ির কপালে ছিল রুপালি টিপ। সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে ক্লোয়ি কার্দাশিয়ান লিখেছেন, ‘আমি আর কিম ভারতে রিকশায় চেপেছি।’ মুম্বাই শহরের ব্যস্ত রাস্তায় তাদের অটোসফরের ভিডিও দেখে আপ্লুত অনুরাগীরা।
কিম ছাড়াও এই মহা আয়োজনে দেখা গেছে রেসলিংয়ের সাবেক চ্যাম্পিয়ন ও হলিউড অভিনেতা জন সিনাকেও। একেবারে দেশি লুকেই চমকে দিয়েছেন তিনি।
তিন দিনব্যাপী এই বিবাহ উৎসবের প্রথম দিন বিয়ে সম্পন্ন হয়েছে। ১৩ জুলাই অনুষ্ঠিত হবে শুভ আশীর্বাদ, ১৪ জুলাই মঙ্গল উৎসব বা বিয়ের রিসেপশন।