সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

সিনেমা শুরুর আগে হলগুলিতে জাতীয় সংগীত কেন বাজানো হয়?

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৬:০৯ পিএম

সিনেমা শুরুর আগে সিনেমা হলগুলোতে জাতীয় সংগীত বাজানো হয়। দর্শকরা দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে থাকেন। কিন্তু কেন বাজানো হয়? কেন দাঁড়িয়ে সম্মান জানানো হয়?

জাতীয় সংগীত আমাদের এক অস্তিত্বের নাম। এটি একটি দেশকে গোটা বিশ্বের কাছে উপস্থাপনের অন্যতম মাধ্যম। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি— রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ২৫ লাইনের এই গানের ১০ লাইনকে জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

বাংলাদেশের সংবিধানের 'প্রথম ভাগ' (প্রজাতন্ত্র) -এর ৪ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা'র প্রথম দশ চরণ।

বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান উপলক্ষে এবং জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এই সঙ্গীত বাজানো হয়। জাতীয় সংগীত গাওয়ার কিছু নিয়ম-কানুন রয়েছে। জাতীয় সংগীত কখন, কোথায়, কীভাবে এবং কতটুকু গাইতে ও বাজাতে হবে সে বিষয়ে ১৯৭৮ সালে ‘জাতীয় সংগীত বিধিমালা- ১৯৭৮’ প্রণয়ন করা হয়েছে। কিন্তু জাতীয় সঙ্গীত বাজানো কিংবা গাওয়ার ক্ষেত্রে আমরা কতটা সচেতন।

জাতীয় সংগীত বিধিমালা ১৯৭৮ (সংশোধিত ২০০৫) এর শিডিউল ১ (২৩) এ বলা হয়েছে, সিনেমা হলে সিনেমা প্রদর্শনের আগে জাতীয় সংগীতের দুই লাইন বাজাতে হবে। 

বিধিমালার নোট (এ) তে বলা হয়েছে, জাতীয় সংগীতের প্রথম দুই লাইন হলো, 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি।'

যখন জাতীয় সংগীত বাজানো হয় ও জাতীয় পতাকা প্রদর্শন করা হয়, তখন উপস্থিত সবাইকে জাতীয় পতাকার দিকে মুখ করে দাঁড়াতে হবে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত