মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

ইমরান খান ও বুশরা বিবির ৮ দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১১:৩২ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে দেশটির একটি আদালত। রবিবার (১৪ জুলাই) তোশাখানার নতুন এক মামলায় তাদের রিমান্ডে দেওয়া হয়েছে।

অবৈধ বিবাহ বা ইদ্দত মামলায় জামিন পাওয়ার পরই জাতীয় অ্যাকাউন্টাবিলিটি ব্যুরো (ন্যাব) তোশাখানার নতুন এক মামলায় তাদের গ্রেপ্তার করে। তোশাখানা উপহার পাওয়ার ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের জন্য আদিয়ালা কারাগারের উপপরিচালক মহসিন হারুনের নেতৃত্বে একটি দল তাদের গ্রেপ্তার দেখায়।

ইমরান খানের আইনজীবী জহির আব্বাস চৌধুরী গণমাধ্যমকে বলেন,ন্যাব পিটিআই প্রতিষ্ঠাতা ও বুশরার ১৪ দিনের রিমান্ডের আবেদন করেছে। আদালত তাদের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

গতকাল শনিবার অবৈধ বিয়ে বা ইদ্দত মামলা থেকে অব্যাহতি পান ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। দেশটির একটি আদালত তাদের অব্যাহতি দিয়ে রায় ঘোষণা করেন। গত বছর বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার মানেকা অবৈধ বিয়ে বা ইদ্দত মামলা করেছিলেন ইমরান খানের বিরুদ্ধে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত