শনিবার সন্ধ্যায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার পর থেকেই উত্তপ্ত হয়ে আছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি। এত বড় একটি ঘটনায় হতবাক হয়ে গেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরাও। আর তাই ঘটনার পর থেকেই উত্তেজিত দেশবাসীকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ঘটনার একদিন পর বিষয়টি নিয়ে দেশবাসীর উদ্দেশে বিস্তারিত বক্তব্য দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় রোববার (১৪ জুলাই) ওভাল অফিস থেকে দেয়া এক ভাষণে বাইডেন দেশবাসীকে উত্তেজিত না হওয়ার আহ্বান জানান।
বক্তব্যে বাইডেন বলেন, “আমাদের দেশের রাজনৈতিক রেকর্ড অনেক উত্তপ্ত হয়ে গেছে, আমাদের এখন শান্ত থাকতে হবে।“
রাজনীতিতে তীব্র মতবিরোধ ও উচ্চ অংশীদারিত্ব থাকবে, তবে এটি কখনোই যুদ্ধক্ষেত্র বা হত্যার ক্ষেত্র হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘যতই উচ্চ ঝুঁকি থাকুক না কেন, যত আবেগই থাকুক না কেন, রাজনীতিকে সহিংসতার পর্যায়ে নামানো উচিত নয়।“
বাইডেন আরও বলেন, “আমরা গভীরভাবে তীব্র মতবিরোধ অনুভব করেছি। এই নির্বাচনে অংশীদারিত্ব অনেক বেশি। এই নির্বাচনের মাধ্যমে আগামী কয়েক দশকের জন্য আমেরিকা এবং বিশ্বের ভবিষ্যৎ গঠন হতে চলেছে।
দেশবাসীকে শান্ত থাকার আবেদন জানিয়ে বাইডেন বার্তা দেন, ‘বুলেট নয়, মতপার্থক্যের জবাব ব্যালট বাক্সে দিন’।
এ সময় থমাস ম্যাথিউ ক্রুকসের গুলিতে নিহত কোরি কম্পেরাটোরের আত্মার শান্তি কামনা করেন বাইডেন। তিনি বলেন, ‘আমরা এখনও বন্দুকবাজের আসল উদ্দেশ্য জানি না।’ তবে আগেভাগেই ক্রুকসের উদ্দেশ্য সম্পর্কে জনমত তৈরির করতে বারণ করেন বাইডেন।
উদ্ভূত পরিস্থিতিতে ভুল তথ্য থেকে বাঁচার জন্য মার্কিন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন।