যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে নাটকীয় প্রত্যাবর্তন ঘটানো ডোনাল্ড ট্রাম্প ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য শপথ নিচ্ছেন। চার বছর আগে ক্ষমতা ছাড়তে না চাইলেও হোয়াইট হাউজ ছাড়তে বাধ্য হয়েছিলেন ট্রাম্প। চার বছর পর দেশের মানুষের বিপুল সমর্থন নিয়ে সেই হোয়াইট হাউজেই ফিরছেন তিনি।
আর এই ঢামঢোলের মধ্যেই হোয়াইট হাউজ ছেড়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। বিবিসি জানিয়েছে, এদিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস লিমোজিনে চড়ে একসঙ্গে ক্যাপিটলের উদ্দেশ্যে রওনা দেন।
প্রেসিডেন্ট বাইডেন এবং তার স্ত্রী জিল এর আগে ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়াকে হোয়াইট হাউজে চায়ের আমন্ত্রণে স্বাগত জানান। হোয়াইট হাউজের উত্তর পোর্টিকোতে ট্রাম্পকে ‘ওয়েলকাম হোম’ বলে স্বাগত জানান বাইডেন। সেখানে প্রবেশের আগে সাংবাদিকরা চিৎকার করে প্রশ্ন করলেও কোনো প্রেসিডেন্টই উত্তর দেননি।
ট্রাম্পের আগমনের ঠিক আগে বাইডেনকে জিজ্ঞাসা করা হয়েছিল হোয়াইট হাউজে শেষ দিনে কেমন অনুভব করছেন। উত্তরে ‘ভালো’ বলে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। ১৮৩৭ সালে প্রেসিডেন্ট মার্টিন ভ্যান বুরেন এবং অ্যান্ড্রু জ্যাকসনের মাধ্যমে এই ঐতিহ্যবাহী চায়ের বৈঠক শুরু হয়েছিল।
তবে ২০২১ সালে ঐতিহ্য ভেঙে বাইডেনকে চায়ের আমন্ত্রণ জানাননি ট্রাম্প। আজ ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উভয়েই শপথ নেবেন। রাজধানী ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় দুপুর ১২টায় এই শপথ অনুষ্ঠান। তীব্র শীতের কারণে ৪০ বছরের মধ্যে এই প্রথম অভিষেক অনুষ্ঠান মার্কিন ক্যাপিটল ভবনের পশ্চিম দিকের খোলা সিঁড়ির পরিবর্তে গম্বুজঅলা গোলাকার হলঘর রোটান্ডায় অনুষ্ঠিত হচ্ছে।