কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীরা শিক্ষার্থী হল ছেড়ে যায়নি। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের সঙ্গে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও কুমিল্লা সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে জড়ো হয়। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এলে পুলিশ সরে যেতে বলে।
এ সময় তারা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিলে পুলিশ তাদের ওপর হামলা চালায়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংঘর্ষ হয়। পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে বিজিবির টহল দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
হামলা সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সূত্রে জানা গেছে। এ ছাড়া পুলিশের ৫ সদস্য ও বিজিবির ৪ আহত হয়েছে। তারাও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির বলেন, ‘আমরা শিক্ষার্থীদের খোঁজ খবর নিয়েছি। তাদের চিকিৎসার খরচ কর্তৃপক্ষ বহন করবে।’