মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

‘রোহিত-বিরাট বিশ্বসেরা, কিন্তু...’, বললেন জয়সুরিয়া

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৭:২০ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে এই সংস্করণকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। আগামী ২৭ জুলাই পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটিতে থাকছেন না তারা। তাই বিশ্বসেরা দুই ক্রিকেটারের না থাকাকে সুযোগ হিসেবে দেখছেন লঙ্কান ক্রিকেটের ভারপ্রাপ্ত কোচ সনাথ জয়সুরিয়া।

আজ সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন, এই দুই তারকা ক্রিকেটার বিশ্বসেরা কিন্তু তারা এখন নেই। আর এটাই সুযোগ।

তিনি বলেছেন, ‘রোহিত শর্মা ও বিরাট কোহলি বিশ্বের সেরা খেলোয়াড়। তাদের প্রতিভা এবং তারা যে ধরণের ক্রিকেট খেলেছে তা দেখে আমরা সবাই জানি যে জাদেজা সহ তারা কোথায় রয়েছে। তাদের অনুপস্থিতি ভারতীয় দলের ক্ষতি হবে এবং আমাদের সেখান থেকে সর্বোচ্চ সুবিধা নিতে হবে। যদিও এটা খেলোয়াড়দের ব্যাপার, অনুশীলনের দিক থেকে আমরা সব কাজ করছি, আমরা প্রশিক্ষণ দিয়েছি, সেরা কোচ পেয়েছি। আমি মনে করি শ্রীলঙ্কা ক্রিকেট বেশিরভাগ জিনিস সরবরাহ করেছে এবং এখন এটি খেলোয়াড়দের উপর নির্ভর করে।’

সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার আরও বলেন, ‘বর্তমান ক্রিকেটারদের সেই পর্যায়ে আসার জন্য আমরা প্রয়োজনীয় সব কাজ করছি এবং আমি আশা করি আগামী দুই বছরে এই ছেলেদের মধ্যে অনেক উন্নতি হবে। আমাদের একটু সময় দিতে হবে। আমি জানি, ক্রিকেটপ্রেমী দর্শকদের জন্য এটা মাঝে মাঝে হতাশাজনক কিন্তু ধৈর্য ধরুন, আমাদের সময় দিন, আমরা এটা নিয়ে কাজ করছি। খেলোয়াড়দের সঙ্গে এটা নিয়ে কাজ করা সত্যিই কঠিন এবং তারা ভালো করবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত