মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার ঢল, সরকারের কাছে চার দাবি

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৭:০০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জমায়েত হয়েছেন কয়েক হাজার শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ।আজ শুক্রবার বিকেল তিনটার দিকে প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারা মোড় প্রদক্ষিণ করে দোয়েল চত্বর হয়ে বিকেল ৪টায় টিএসসি হয়ে শহীদ মিনারে এসে জড়ো হন৷ এ সময় ঢাবির বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষককেও দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিয়েছেন এ কর্মসূচিতে। এ সময় তারা স্লোগান দিতে থাকেন, আমার ভাই মরল কেন, স্বৈরাচার জবাব চাই।

শহীদ মিনারের অবস্থান কর্মসূচি থেকে চার দফা দাবি জানানো হয়। চার দফা ঘোষণা করেন ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম। সেগুলো হলো- রবিবারের মধ্যে গ্রেপ্তারকৃতদের মুক্তি দিতে হবে, কারফিউ তুলে দিতে হবে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে, সরকারকে পদত্যাগ করতে হবে। রবিবারের মধ্যে এসব দাবি মানা না হলে রবিবার আবারো প্রেস ক্লাব থেকে গণপদযাত্রা কর্মসূচি শুরু হবে।

গণগ্রেপ্তার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থী-জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও অসংখ্য শিক্ষার্থী-জনতাকে হত্যার দায়ে শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী-জনতার দ্রোহযাত্রা কর্মসূচি থেকে এই চারদফা দাবি ঘোষণা করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত