বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় জোড়া খুনের মামলার আসামি সাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস হাওলাদারকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন মল্লিক ও সদেস্য সচিব মো. হুমায়ন খানের সাক্ষরিত ওই চিঠিতে সংগঠন পরিপন্থি ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১ নং সাতলা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক পদসহ দলের সকল পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সিনিয়ার যুগ্ন আহব্বায়ক আনোয়ার হোসেন মল্লিক। বহিষ্কারকৃত ইলিয়াস হাওলাদার সাতলা বাজারের ব্যাবসায়ী ইদ্রিস হাওলাদার ও তার ভাই সাগর হাওলাদারের হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি।
জানা যায়, গত ২৪ আগস্ট দিবাগত রাত ১০ টার দিকে সাতলা বাজারের ব্যবসায়ী ইদ্রিস ও তার ভাই সাগরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ব্যবসায়ী ইদ্রিস হাওলাদারের স্ত্রী রেশমা বেগম বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বিএনপি নেতা ইলিয়াস হাওলাদারকে ২ নং আসামি করা হয়।