রাজধানীর দারুসসালাম এলাকায় মো. রইস ব্যাপারী (৪০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে ৩ লাখ ৩১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে দারুসসালাম টেকনিক্যাল মোড় সিএনজি পাম্পের পাশে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে রইস ব্যাপারীর ভাতিজা মো. সায়েদ জানান, তার চাচার বাসা দারুসসালাম মাদ্রাসা গলিতে। সকালে বাসা থেকে রিকশা যোগে গাবতলী হাটে যাচ্ছিলেন গরু কিনতে। রিকশাটি টেকনিক্যাল মোড়ের পাম্প থেকে একটু সামনে পৌছালে ৪ জন ছিনতাইকারী পিস্তল দিয়ে তার ডান পায়ে একটি গুলি করে। এসময় তার কাছে থাকা ৩ লক্ষ ৩১ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সকালে দারুসসালাম এলাকা থেকে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসেন। তারা অভিযোগ করেন, ছিনতাইকারীরা গুলি করে টাকা ও মোবাইল নিয়ে গেছে। ঘটনাটি দারুসসালাম থানায় জানানো হয়েছে।