সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

'রত্ন' পেয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৬:০৫ পিএম

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা ঘটতে চলেছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করার পর জাতীয় দলে জায়গা করে নিয়েছেন কিছু প্রতিভাবান তরুণ। তবে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে ১৭ বছর বয়সী তরুণ অলরাউন্ডার জুয়েল অ্যান্ড্রু। মাত্র ১৭ বছর ৩০৩ দিন বয়সে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে জায়গা করে নিয়ে তিনি অনেকের চোখে ভবিষ্যতের 'রত্ন' তিনি। আসলে ‘জুয়েল’ নাম হওয়ায় বাংলা অর্থে তাকে রত্নও বলা যায়। পুরো নাম জুয়েল অ্যান্ড্রু। কিপিং করার পাশাপাশি টপ অর্ডারের ব্যাটসম্যান।

তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে এ মাসেই শ্রীলঙ্কা সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ। সে জন্য জুয়েল আজ দুটি সংস্করণের স্কোয়াড ঘোষণা করেছে তাঁরা। দুই প্রতিশ্রুতিশীল পেস অলরাউন্ডার, টেরেন্স হিন্ডস এবং শামার স্প্রিঙ্গারকে নেয় হয়েছে দলে। বক্তিগত কারণ দেখিয়ে শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান ও আকিল হোসেনের ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল থেকে সরে দাড়ানোর এই নতুনদের সুযোগ দিয়েছেন নির্বাচকেরা।

সিপিএলে জুয়েল অ্যান্ডু। ছবি: এক্স

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৭ বছর বয়সে অভিষেক হওয়া আরেকজন ক্রিকেটার হলেন কিংবদন্তি গারফিল্ড সোবার্স। জুয়েল যদি শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামেন, তিনি হবেন দেশের কনিষ্ঠতম ওয়ানডে ক্রিকেটার। এর আগে ডেরেক সিলি ১৭ বছর ১২২ দিন বয়সে এবং সোবার্সের ১৭ বছর ২৪৫ দিন বয়সে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট অভিষেক হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের হয়ে। 

জুয়েলের সাফল্য শুধু বয়সভিত্তিক ক্রিকেটেই সীমাবদ্ধ নয়, চলমান সিপিএলও তিনি নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলতে নেমে তার প্রথম ম্যাচেই তিনি আনরিখ নরকিয়া ও তাবরেজ শামসির মতো বোলারদের বিরুদ্ধে ৩০ বলে ফিফটি করেন। এই ইনিংস তাকে রাতারাতি ক্রিকেট মহলে আলোচিত করে তোলে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস, ইয়ান বিশপ এবং শিবনারায়ণ চন্দরপলের মতো গ্রেটরা জুয়েলের প্রতিভায় মুগ্ধ হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামিও তাঁকে নিয়ে আশাবাদী, ‘ভবিষ্যতের জন্য সম্ভাবনাময় হিসেবে দলে জায়গা করে নেওয়া জুয়েল অ্যান্ড্রুর মতো তরুণ খেলোয়াড়দের দেখতে আমরা মুখিয়ে আছি।’

ডাম্বুলায় ১৩ অক্টোবর টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়ে শেষ হবে ১৭ অক্টোবর। এরপর ২০ অক্টোবর পাল্লেকেল্লেতে শুরু হবে ওয়ানডে সিরিজ। ৫০ ওভার সংস্করণের এ সিরিজে জুয়েল অধিনায়ক হিসেবে পাচ্ছেন তার আইডল শেই হোপকে। 

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি স্কোয়াড: রভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেস (সহ-অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, আলিক ্যাথানেজ, আন্দ্রে ফ্লেচার, টেরেন্স হিন্ডস, শেই হোপ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোতি, শারফেইন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড: শেই হোপ (অধিনায়ক), আলজারি জোসেফ (সহ-অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, আলিক অ্যাথানেজ, কেসি কার্টি, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোতি , শেরফেইন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত