ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে অর্থায়নের অভিযোগে দেশটির আর্থিক প্রতিষ্ঠান আল-কারদ আল-হাসানের একাধিক শাখায় হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া দেশটির আর্থিক খাতকে লক্ষ্য করে এয়াব্র হামলা চালাচ্ছে দখলদার দেশটি।
স্থানীয় সময় গতকাল রোববার রাতে লেবাননের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। খবর বিবিসি।
এছাড়া লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) প্রতিবেদনে বলা হয়েছে, আল-কারদ আল-হাসানের বিভিন্ন ভবন লক্ষ্য করে লেবানন জুড়ে কমপক্ষে ১৬টি বিমান হামলা চালান হয়েছে। লেবাননে এই ব্যাংকের ৩৪টি শাখা রয়েছে।
হিজবুল্লাহর প্রধান এবং গুরুত্বপূর্ণ আর্থিক নেটওয়ার্ক হিসেবে এই ব্যাংক কাজ করে থাকে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রও।
আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল বাহিনী। বিবিসি জানায়, রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ব্যাংকের শাখায় হামলা চালানো হয়েছে। এদিন রাজধানী শহরটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় আক্রমণ চালানো হয়।
লেবাননে মানবিক সহায়তা প্রবেশের প্রধান পথ বৈরুত বিমানবন্দর। ইসরায়েলের হামলার কারণে বহু মানুষ লেবানন থেকে পালিয়ে যাচ্ছেন। তাঁদের একটি বড় অংশ বৈরুত বিমানবন্দর ব্যবহার করছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ বৈরুতের দাহিহ জেলা, হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকা, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যদিও, বাসিন্দাদের আগেই এসব এলাকা থেকে সরে যাওয়া নির্দেশ দেয়া হয়েছিল বলে জানিয়েছে ইসরায়েল।
তবে, এসব হামলায় অনেকে হতাহত হয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
হামলার পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন যে, ‘লেবাননে রাতারাতি হামলাগুলো ছিল হিজবুল্লাহর আর্থিক অবকাঠামোকে লক্ষ্য করে।‘
ইরানের সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পতন না হওয়া পর্যন্ত লেবাননে ইসরায়েল আঘাত হানতে থাকবে বলেও জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী।