সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

আজও রাজধানীতে সড়ক অবরোধ অটোরিকশা চালকদের, প্রেসক্লাবে গণজমায়েত

  • সকালে মোহাম্মদপুর বেড়িবাঁধ, তিন রাস্তার মোড়ে শতশত রিকশা চালক অবস্থান নেয়
  • অটোরিকশা চালকদের আন্দোলনে মোহাম্মদপুরে তীব্র যানজট, ভোগান্তিতে অনেক মানুষ
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১২:১২ পিএম

ব্যাটারিচালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে গত কয়েকদিন ধরে টানা সড়ক অবরোধ করছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এরই ধারাবাহিকতায় আজও রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি চেয়ে বিভিন্ন এলাকায় আবারো আন্দোলন শুরু করেছেন চালক-মালিকরা।

আজ রোববার (২৪ নভেম্বর) সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুর, যাত্রাবাড়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকরা। তাদের দাবি- মূল সড়কে অটোরিকশা চলাচল করতে দিতে হবে।

রোববার সকাল সাড়ে ১০টা থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক, তিন রাস্তার মোড়ে শতশত রিকশা চালক অবস্থান নিয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী মোড় ও কামরাঙ্গীচর চর অবরোধ করেছেন অটোরিকশা চালকরা। এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে চালক-শ্রমিকরা গণঅবস্থান পালন করছেন। এর ফলে প্রেসক্লাবের সামনেরও যান চলাচল বন্ধ হয়ে গেছে। 

এদিকে অটোরিকশা চালকদের আন্দোলনের কারণে মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর, যাত্রাবাড়ী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে অনেক মানুষ। অফিস ও জরুরি কাজে যারা বের হয়েছেন তাদের অনেকে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, “কোনো কারণ ছাড়া আজও তারা মোহাম্মদপুরের বেড়িবাঁধ চার রাস্তার মোড় ও ঢাকা উদ্যান এলাকা অবরোধ করেছে। এতে সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।“

সম্প্রতি রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক ও রেলপথ আটকে বিক্ষোভ করছেন চালকেরা। গত শুক্রবারও জুরাইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হয়েছে তাদের পাল্টাপাল্টি ধাওয়া। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় টিয়ারশেল। রেল লাইন অবরোধে, পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ বন্ধ থাকে চার ঘণ্টা।

গেল  মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধ করতে নির্দেশ দেন হাইকোর্ট। এর পর থেকেই আন্দোলন করছেন চালকেরা।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত