রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ব্রাজিল ফুটবলের দুর্দশা ঘুচাতে প্রেসিডেন্ট হতে চান রোনালদো

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৩০ পিএম

পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ফুটবলে কী দুর্দশাটাই নাই চলছে। গত ২২ বছর ধরে তারা কোনো বিশ্বকাপ জিততে পারেনি। চলতি বিশ্বকাপ বাছাইপর্বেও তাদের পারফর্মেন্স প্রশংসা করার মতো নয়। এবার দেশের ফুটবলকে মূলধারায় ফেরাতে উদ্যোগী হয়েছেন কিংবদন্তি রোনালদো নাজারিও। তিনি ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি হতে চান।

২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে সিবিএফের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ফুটবলবিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন রোনালদো এই নির্বাচনে অংশ নিতে চান। ইতোমধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি শুরুর ঘোষণাও দিয়েছেন। তবে নির্বাচনে দাঁড়াতে রোনালদোর অন্তত চারটি স্টেট ফেডারেশন এবং চারটি ক্লাবের সমর্থন প্রয়োজন হবে।

‘দ্য ফেনোমেনন’–খ্যাত এই মহাতারকা দমে যাওয়ার পাত্র নন। সমর্থন আদায়ে তিনি পুরো ব্রাজিল চষে বেড়ানোর ঘোষণা দিয়েছেন। ব্রাজিলের ফুটবলের সর্বোচ্চ কর্তা হয়ে দেশের ফুটবলের গৌরব পুনরুদ্ধার করাই তার লক্ষ্য। ২০২৬ সালের মার্চে সিবিএফের বর্তমান সভাপতি এনদালদো রদ্রিগেজের মেয়াদ শেষ হবে। তবে তার মেয়াদ শেষের আগেই নির্বাচনের দ্বার উন্মুক্ত হবে।

রোনালদো বলেছেন, ‘আমার মধ্যে অনেক তাড়না কাজ করছে। সবচেয়ে বড় তাড়না হচ্ছে ব্রাজিলের ফুটবলকে আবারও বৈশ্বিক স্তরে ফিরিয়ে আনা। মানুষ আমাকে রাস্তায় দাঁড় করিয়ে আবারও মাঠে ফেরার অনুরোধ করে। কারণ, জাতীয় দলের অবস্থা এখন খুব একটা ভালো জায়গায় নেই। মাঠে ও মাঠের বাইরে কিছুই ঠিক নেই। আমি চাই, সিবিএফকে ব্রাজিলের সবচেয়ে পছন্দের একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে।’

ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের নায়ক আরও বলেন, ‘আমার লক্ষ্য থাকবে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারদের সামনে নিয়ে আসা। সাবেক ফুটবলারদের এবং সত্যিকারের নায়কদের কথা শোনা হবে আমার ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেউ ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার আগে আমি সবার সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করতে চাই। আমি তাদের প্রত্যেকের ভাবনা জানতে ব্রাজিলজুড়ে ভ্রমণ করব।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত