শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

বিশ্ব ইজতেমা: সাদপন্থিদের নিয়ে বৈঠকে ৫ উপদেষ্টা

  • মাওলানা সাদের অনুসারীদের নিয়ে বৈঠকে অন্তর্বর্তী সরকারের পাঁচজন উপদেষ্টা
  • মঙ্গলবার রাতে ইজতেমা ময়দানের দুই পক্ষের সংঘর্ষ ছড়িয়ে পড়ে
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০১:০৯ পিএম

বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হতাহতের পর মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের নিয়ে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের পাঁচজন উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বুধবার সকাল সোয়া ১১টার পর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পর এই বৈঠক শুরু হয়।

বৈঠকে ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ক ম খালিদ হোসেন উপস্থিত রয়েছেন। সাদ অনুসারী চারজন নেতা বৈঠকে যোগ দিয়েছেন।

এছাড়া বৈঠকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অংশ নেওয়ার কথা রয়েছে।

বিশ্ব ইজতেমার আগে আগামী ২০ ডিসেম্বর থেকে পাঁচ দিনের জোড় ইজতেমা করার জন্য সাদ অনুসারী মুসল্লিরা ইজতেমা ময়দানে প্রবেশের চেষ্টা করছিলেন। আর সাদপন্থিরা যেন ইজতেমা ময়দানে প্রবেশ করতে না পারেন সেজন্য আগে থেকেই ময়দানে অবস্থান করছিলেন জুবায়েরপন্থিরা।

মঙ্গলবার দিবাগত রাত তিনটার পর ইজতেমা ময়দানের ফটকে মাওলানা সাদ অনুসারীদের সাথে জুবায়ের অনুসারীদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত