সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

কাজাখস্তানে বিধস্ত হওয়া বিমানের ৩৮ আরোহী নিহত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৮ পিএম

কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানটি বিধস্ত হয়ে ৩৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৬ ডিসেম্বর) সকালে আজারবাইজানের বাকু থেকে রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি শহরে যাওয়ার পথে কাজাখস্তানের আকতাউ শহরের কাছে বিধ্বস্ত হয়। এতে ৬৭ আরোহী থাকলেও এখন পর্যন্ত ২৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্স।

কাজাখস্তানের পরিবহনমন্ত্রী মারাত কারাবায়েভ জানিয়েছেন, বিমানটিতে ৬২ যাত্রী ও ৫ ক্রুসহ ৬৭ জন আরোহী ছিলেন। এরমধ্যে ৩৭ জন আজারবাইজানের নাগরিক ছিলেন, তাদের মধ্যে ২৩ জন মারা যান এবং ১৪ জন বেঁচে যান। কিরগিজ প্রজাতন্ত্রের তিন যাত্রীই প্রাণে বেঁচে যান। রাশিয়ার ১৬ জন নাগরিক ছিলেন, যাদের মধ্যে সাতজন মারা গিয়েছেন এবং নয়জন বেঁচে আছেন। এছাড়া কাজাখস্তানের এক স্কুলছাত্রসহ ৬ যাত্রী নিহত হন।

কাজাখ জরুরি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘বিমানের ক্রুদের মধ্যে পাঁচজন আরোহী ছিলেন, যাদের মধ্যে দুজন মারা গেছেন এবং তিনজন বেঁচে আছেন।

কাজাখস্তানের উপ-প্রধানমন্ত্রী কানাত বোজুমবায়েভ জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে বিমানের ব্ল্যাক বক্স পাওয়া গেছে। তদন্তকাজ চলছে। দুর্ঘটনার সময়সীমা নির্ধারণের জন্য জরুরি পরিষেবা, ফরেনসিক বিশেষজ্ঞ এবং প্রসিকিউটররা কাজ করছেন।

এদিকে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। এ ছাড়া রাশিয়ায় তার পূর্বনির্ধারিত সফরও বাতিল করেছেন তিনি। প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, দুর্যোগের কারণ অনুসন্ধানের জন্য জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত