এবার আকাশে দেখা মিলল নতুন প্রযুক্তির চীনা সামরিক বিমানের। শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশটির চেংদু শহরের আকাশে গোপন বৈশিষ্ট্যযুক্ত দুটি চীনা সামরিক বিমান উড়তে দেখা যায়। এরপরই বিমান দু’টির ঝাপসা ছবি অনলাইনে ভাইরাল হয়ে যায়।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিমানগুলো স্পষ্টতই অত্যাধুনিক নকশায় তৈরি। তবে ছবিগুলো অস্পষ্ট হওয়ায় ও বিস্তারিত তথ্য না থাকায়, সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি বিশেষজ্ঞরা।
রয়টার্স যুদ্ধবিমান দুটির একটি ভিডিওর সত্যতা যাচাই করেছে। স্যাটেলাইট ছবি ও ফাইল ছবির সঙ্গে কাছাকাছি ভবন, সাইনবোর্ড, লোগো ও গাছপালার মিল পাওয়া গেছে। তবে সেই উড্ডয়নের তারিখটি যাচাই করা সম্ভব হয়নি।
রয়টার্স বলছে, দুটি বিমানেরই ডিজাইন লেজবিহীন, অর্থাৎ এগুলোর পেছনে খাড়া কোনো স্ট্যাবিলাইজার নেই। আর এমন যুদ্ধবিমানের ভারসাম্য নিয়ন্ত্রণ সাধারণত কম্পিউটারের মাধ্যমে করা হয়।
যুদ্ধবিমান দুটির মধ্যে বড় আকারের যুদ্ধবিমানটি হীরক আকৃতির মতো। এর ইঞ্জিনের জন্য তিনটি এয়ার ইনটেক রয়েছে- দুটি ফিউসলেজের পাশে ও একটি উপরে। উভয় যুদ্ধবিমানের ডিজাইনে ৯০ ডিগ্রি কোণের অনুপস্থিতি রয়েছে, যা স্টিলথ আকৃতির বৈশিষ্ট্য।
বিশেষজ্ঞরা বলছেন, এমন ডিজাইনের ফলে যেকোনো রাডার সহজেই শনাক্ত করতে পারে না। তবে ছোট বিমানটির নকশা প্রচলিত নকশার মতোই।
অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিশ্লেষক ইউয়ান গ্রাহাম রয়টার্সকে বলেন, ‘চীন যখন সামরিক বাহিনীর আধুনিকায়ন করছে, তখন নকশাগুলো তাদের এভিয়েশন শিল্পের পরীক্ষা-নিরীক্ষা ও উদ্ভাবনের একটি অংশ।’ ভালো-মন্দ যাই হোক না কেন, এটি অত্যন্ত মৌলিক নকশা বলে মনে হচ্ছে বলে জানান গ্রাহাম।
তবে এ বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি। মার্কিন প্রতিরক্ষা বিভাগ বলছে, তারা এ বিষয়ে অবগত। তবে চীনা সামরিক বাহিনী সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদনে এমন কোনো তথ্য নেই।