মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

৩৩ দাপ্তরিক কর্মকর্তাকে বিশেষভাবে পুরস্কৃত করলো ন্যাশনাল লাইফ

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০৮:৩৪ পিএম

বীমা পলিসি বিপণনে সফলতার জন্য ৩৩ দাপ্তরিক কর্মকর্তাকে বিশেষভাবে পুরস্কৃত করলো দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স। ইংরেজি নববর্ষের প্রথম দিনে বুধবার কোম্পানীর প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নভেম্বর মাসের প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় বিজয়ী ৩৩ জন দাপ্তরিক কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বিজয়ী কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, ডিএমডি মো. আবুল কাসেম।

এ সময় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন বীমা মানুষকে আর্থিকভাবে সুরক্ষা প্রদান করে। উন্নত দেশগুলোতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বীমা হলেও এ ক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে। এর প্রধান কারণ বীমার প্রতি মানুষের আস্থার ঘাটতি। সময় মতো গ্রাহকের টাকা না দেওয়ার কারণে বীমার প্রতি আস্থার ঘাটতি তৈরী হয়েছে। এর জন্য কিছু কোম্পানী দায়ী বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন সময়মতো গ্রাহকের গ্রাহকের দাবী পরিশোধ করায় সরকার ন্যাশনাল লাইফকে পরপর দু’বার জাতীয় পুরস্কার প্রদান করে।

তিনি আরো বলেন, বীমা পলিসি বার্ধক্যকালে সেবার নিশ্চিয়তা প্রদান করে। আমরা যথাসময়ে দাবি পরিশোধ করি এজন্য মানুষ ন্যাশনাল লাইফের পলিসি গ্রহণে আগ্রহী।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত