বিশ্বখ্যাত সঙ্গীত পরিচালক এ আর রহমানের প্রতিষ্ঠিত কেএম মিউজিক কনজারভেটরির সঙ্গে যৌথ উদ্যোগে ঘোষণা করলেন ‘ভারত মায়েস্ট্রো অ্যাওয়ার্ডস’। তার ৫৮তম জন্মদিনের দিন তিনি এই ঘোষণা দেন। এই পুরস্কার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের চিরন্তন প্রভাবকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের সঙ্গীত প্রতিভা বিকাশে সহায়তা করবে।
এআর রহমান বলেন, ‘গুরু হিসেবে সবচেয়ে বড় আনন্দ হচ্ছে শিষ্যদের সাফল্য ও উন্নতি দেখা, এবং এই বন্ধনই 'ভারত মায়েস্ট্রো অ্যাওয়ার্ডস'-এর মাধ্যমে উদযাপন করতে চাই। এটি কেবল একটি পুরস্কার নয়, এটি সঙ্গীতের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সংযোগ ঘটানোর এবং সঙ্গীতের ভাষায় আমাদের একত্রিত করার একটি প্রয়াস’।
কেএম মিউজিক কনজারভেটরি পশ্চিমী ও ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি সঙ্গীত প্রযুক্তিতেও শিক্ষার সুযোগ প্রদান করে। রহমান আরও বলেন, ‘এই পুরস্কারের মাধ্যমে আমরা এমন একটি ইকোসিস্টেম গড়ে তুলতে চাই যা সঙ্গীতের জগতে গভীর অভিজ্ঞতা সৃষ্টিতে সহায়ক হবে’। এই পুরস্কারের পরামর্শক বোর্ডে থাকছেন ইলা পালিওয়াল, সাই শ্রবণম, ভরৎ বালা, ফাতিমা রফিক, রহমানের কন্যা খাতিজা রহমান, অ্যাডাম গ্রেগ এবং ক্লিন্ট ভালাদারেস। এছাড়াও পুরস্কার অনুষ্ঠানে মেন্টর প্যানেলে থাকবেন আশা ভোসলে , আমজাদ আলি খান, বোম্বে জয়শ্রী এবং অজয় চক্রবর্তী।
'ভারত মায়েস্ট্রো অ্যাওয়ার্ডস'-এ চারজন তরুণ সঙ্গীতশিল্পীকে 'স্টেলার ইয়াং মিউজিশিয়ানস' ক্যাটাগরিতে সম্মানিত করা হবে, যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে প্রতিশ্রুতি ও নিষ্ঠা দেখিয়েছেন। এছাড়াও 'লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফর দ্য গুরু' ক্যাটাগরিতে একজন অসামান্য শিক্ষককে সম্মানিত করা হবে এবং 'স্টেট মেডেলিয়ন ফর মিউজিক কন্ট্রিবিউশন' এর মাধ্যমে একটি ভারতীয় রাজ্যকে স্বীকৃতি দেওয়া হবে। যারা শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পুরস্কার বিজয়ীদের নগদ পুরস্কার দেওয়া হবে এবং তারা আন্তর্জাতিক মঞ্চে পরিবেশনার সুযোগ পাবেন, পাশাপাশি রহমানের সঙ্গে পরিবেশনা করার সুযোগও পাবেন। এই উদ্যোগ নতুন প্রজন্মের শ্রোতাদের উদ্বুদ্ধ করবে এবং উদ্ভাবনী ভিজ্যুয়াল উপস্থাপনা এবং প্রতিভা-নির্ভর পারফরম্যান্সের মাধ্যমে শাস্ত্রীয় সঙ্গীতকে আরও আকর্ষণীয় ও গ্রহণযোগ্য করে তুলবে।