মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

আড়াই কোটির আংটি দিয়ে প্রপোজ করেছেন স্পাইডারম্যান!

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৮:৫৫ পিএম

কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন স্পাইডারম্যান ফ্র্যাঞ্জাইজি জুটি টম হল্যান্ড ও জেন্ডায়া। নিজেদের সম্পর্ক নিয়ে কখনো লুকোছাপা করেননি তারা। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গেই যান। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ঘুরতে যাওয়ারও ছবি। সম্পর্কের নানা বিষয় নিয়েও অকপট ছিলেন তারা। তবে এবার যেন নিজেদের বাগদানের খবর জানাতে কিছুটা কার্পণ্য করেছেন এই জুটি।

সম্প্রতি গোল্ডেন গ্লোবসের আসরে গুঞ্জন রটেছে বাগদান সেরেছেন টম হল্যান্ড ও জেন্ডায়া। এ গুঞ্জন চাউর হওয়ার পেছনের একমাত্র কারণ জেন্ডায়ার আংটি। রেড কার্পেটে জেন্ডায়া যখন ফটোগ্রাফারদের সামনে পোজ দিচ্ছিলেন, সেখানে সব ছাপিয়ে দৃষ্টি কাড়ে অভিনেত্রীর মূল্যবান আংটি। ৪৮ ক্যারেট হীরার ওই আংটির দাম ২ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দুই কোটি ৪৩ লাখ ২৭ হাজার টাকারও বেশি।

টম বা জেন্ডায়া আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে সংবাদমাধ্যম টিএমজেড নিশ্চিত করেছে, কিছুদিন আগেই বাগদান হয়েছে তাদের। প্রেমিকা জেন্ডায়াকে প্রপোজ করেছেন টম। বাগদানের উদ্দেশে গিয়েছিলেন জেন্ডায়ার যুক্তরাষ্ট্রের বাড়িতে। আয়োজনটি ছিল আড়ম্বরহীন।

স্পাইডারম্যান: হোমকামিং সিনেমায় কাজ করতে গিয়ে তাদের পরিচয়। ২০২১ সাল থেকে প্রেম করছেন। সম্পর্কের চার বছরের মাথায় এসে বাগদান সারলেন এ জুটি। বাগদানের পর এবার স্বাভাবিকভাবেই কৌতূহল কবে বিয়ে করছেন তারা? সংবাদমাধ্যমগুলো জানিয়েছে শিগগির বিয়ের আয়োজনের পরিকল্পনা নেই তাদের। এ বছর একাধিক বড় প্রজেক্টে ব্যস্ত থাকবেন তারা। ফলে বিয়ের জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত