মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

চাদে

প্রেসিডেন্ট কার্যালয় দখলের চেষ্টা, সংঘর্ষে নিহত ১৯

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৫:৫৯ পিএম

মধ্য আফ্রিকার দেশ চাদের প্রেসিডেন্ট কার্যালয় দখলের চেষ্টা চালিয়েছে একদল অস্ত্রধারী। এ সময় তাদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষে ১৯ জন নিহত হন। বুধবার( ৮ জানুয়ারি) রাজধানী এন’জামেনায় এ ঘটনায় ঘটে বলে সরকারের তরফে জানানো হয়েছে।

চাদের পররাষ্ট্রমন্ত্রী ও সরকারের মুখপাত্র আবদেরামান কৌলামাল্লাহ বলেন, হামলাকারীদের মধ্যে ১৮ জন নিহত ও ছয়জন আহত হয়েছে এবং আমাদের একজন নিহত ও তিনজন আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। 

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র চাদ সফরের সময় এ হামলা চালানো হয়।

একটি নিরাপত্তা সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, হামলাকারীরা বোকো হারাম সশস্ত্র গোষ্ঠীর সদস্য৷ কিন্তু পরে কৌলামাল্লা বলেন, তারা সম্ভবত বিদ্রোহী নয়৷ 

একটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ঘটনাটি সম্ভবত সন্ত্রাসী হামলার চেষ্টা।

হামলাকারী ব্যক্তিরা সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের সদস্য বলে জানিয়েছে একটি নিরাপত্তা সূত্র। গোষ্ঠীটি দীঘদিন ধরে ক্যামেরুন, নাইজেরিয়া ও নাইজারের সঙ্গে সীমান্তবর্তী লেক চাদ অঞ্চলে চাদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে লিপ্ত রয়েছে।

একাধিক নিরাপত্তা সূত্রের ভাষ্য, গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে একটি সশস্ত্র কমান্ডো ইউনিট প্রেসিডেন্ট কমপ্লেক্সের ভেতর গুলি চালায়। এরপর নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।

এ ঘটনার পর প্রেসিডেন্ট কার্যালয়ের চারপাশের সব রাস্তা আটকে দেওয়া হয় এবং বিভিন্ন রাস্তায় ট্যাংকের টহল শুরু হয় বলে এএফপির সংবাদদাতা জানান।

হামলা-সংঘর্ষের ঘটনার কয়েক ঘণ্টা পর ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, সেনাসদস্য পরিবেষ্টিত ও নিজ বেল্টে বন্দুক গোঁজা অবস্থায় পররাষ্ট্রমন্ত্রী বলছেন, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। অস্থিরতা তৈরির চেষ্টা নস্যাৎ করা হয়েছে।

অবরুদ্ধ চাদে সামরিক শাসন চলছে। দেশটিতে বোকো হারাম নিয়মিতভাবে হামলা চালিয়ে আসছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত