প্রখ্যাত গায়ক সোনু নিগম সম্প্রতি এক সাক্ষাৎকারে সুরকার এ আর রহমানের সঙ্গে তার পেশাদার সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। এক সাক্ষাৎকারে সোনু রহমানের সংরক্ষিত ব্যক্তিত্ব এবং কাজকেন্দ্রিক মনোভাবের বিষয়ে বিশদে কথা বলেন।
তিনি বলেন, রহমান ব্যক্তিগত সম্পর্ক থেকে দূরে থাকেন এবং তার সংগীত ও আধ্যাত্মিকতার ওপর মনোযোগী।
সোনু বলেন, ‘তিনি সম্পর্ক তৈরি করেন না। তিনি এমন একজন মানুষ নন যিনি ব্যক্তিগত সম্পর্ক গড়েন। তিনি একান্তই তার কাজে ডুবে থাকেন।’ সোনু আরও যোগ করেন, তিনি কখনো গায়ককে কারও সঙ্গে খোলামেলা কথা বলতে দেখেননি।
‘হয়তো তিনি তার বন্ধুদের কাছে অন্যরকম, যারা তাকে দীলিপ নামে চিনতেন। কিন্তু আমি তাকে কখনো কারো সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখিনি। তিনি বন্ধুসুলভ নন। তিনি তার কাজেই নিমগ্ন থাকেন,’ বলেন সোনু।
সোনু ও রহমানের পেশাদার সম্পর্ক শুরু হয়েছিল ‘দৌড়’ চলচ্চিত্রের সাউন্ডট্র্যাক দিয়ে। সোনু বলেন, রহমানের কাজের ধরন তাকে বিস্মিত করেছিল, কারণ তিনি শিল্পীদের তাদের মতো করে গানটি ব্যাখ্যা করার স্বাধীনতা দেন। এই অভিজ্ঞতা তাদের মধ্যে একটি পেশাদার সম্পর্ক গড়ে তুলেছিল, যা সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়।
সাক্ষাৎকারে সোনু আরও বলেন, রহমান গসিপ থেকে দূরে থাকেন এবং কখনো কারো সম্পর্কে খারাপ কথা বলেন না। ‘তিনি শুধু তার কাজ এবং প্রার্থনায় মগ্ন থাকেন। তিনি কখনো কাউকে কষ্ট দেন না। তিনি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি,’ সোনু বলেন।
‘তিনি হয়তো তার পরিবারের সঙ্গে বন্ধুসুলভ কিন্তু আমি তাকে অন্য কারও সঙ্গে খুব বন্ধুসুলভ হতে দেখিনি। তিনি কাউকে তার খুব কাছাকাছি আসতে দেন না। এটি ঠিক এভাবেই হওয়া উচিত,’ সাক্ষাৎকারে বলেন সোনু।