সাকিব-তামিম থাকবেন না জানাই ছিল। শেষ পর্যন্ত অফ ফর্মে থেকে বাদ পড়লেন লিটন দাসও। সবশেষ ৫ ওয়ানডের ৩টিতে রানের খাতা খুলতে পারেননি লিটন। শেষ ৭ ওয়ানডে ইনিংসে দুই অঙ্কে যেতে পারেননি। লিটন সবশেষ ওয়ানডে ফিফটি করেছেন ২০২৩ বিশ্বকাপে, সেঞ্চুরি ২০২২ সালের ফেব্রুয়ারিতে। তাকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে বিসিবি।
আজ মিরপুরে সংবাদ সম্মেলনে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করা হয়। শান্তর অধিনায়কত্বে ১৫ সদস্যের এই দলে লিটনের জায়গায় আছেন পারভেজ হোসেন ইমন। দলে পেসার আছেন চারজন—তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম সাকিব। বাদ পড়েছেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। এই দুজনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে দলে ছিলেন। সেই দল থেকে লিটন ছাড়া আর বাদ পড়েছেন আফিফ হোসেন।
পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে ‘হাইব্রিড মডেলে’ হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। দুবাইয়ে আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ আসর শুরু করবে। অবশ্য আগামী ১ মাসের ভেতর স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ হাতে আছে বিসিবির।
চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ স্কোয়াড:
ব্যাটার: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়,
উইকেটকিপার: মুশফিকুর রহিম, জাকের আলী অনিক
অলরাউন্ডার: মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ
স্পিনার: রিশাদ হোসেন, নাসুম আহমেদ
পেসার: তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা