তের বছর আগে মুক্তি পাওয়া ‘হেমলক সোসাইটি’ সিনেমার সিক্যুয়েল আসছে। প্রথম কিস্তিতে পরমব্রত চট্টোপাধ্য়ায়ের সঙ্গে কোয়েল মল্লিককে দেখা গেলেও দ্বিতীয় কিস্তিতে আর তিনি থাকছেন না। এবার শোনা যাচ্ছে, এতে পরমব্রতের নায়িকা হিসেবে দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে।
শোনা গিয়েছিল, সিক্যুয়েলের জন্য নাকি মনের মতো নায়িকা খুঁজে পাচ্ছিলেন না সৃজিত মুখোপাধ্যায়। জানা গেছে, চিত্রনাট্য পরে প্রথমটায় কৌশানী রাজি হলেও পরে প্রাথমিক কথাবার্তা তার সঙ্গেই চূড়ান্ত হয়েছে। সিক্যুয়েলের নাম সম্ভবত ‘কিলবিল সোসাইটি’ হতে চলেছে। কিন্তু কেন এমন নাম পরিচালক ভেবেছেন? তার উত্তর অধরা।
সৃজিত আপাতত ব্রাত্য বসুর নাটক অবলম্বনে ‘উইঙ্কেল টুইঙ্কেল’-এর শুটিংয়ে ব্যস্ত। এর পরই ‘হেমলক সোসাইটি’র সিক্যুয়েলের কাজ জোরকদমে শুরু করবেন তিনি। গল্পের প্রধান চরিত্র আনন্দ করকে ঘিরে এগোবে এই সিনেমা। ‘আনন্দ’ পরমব্রতকে নিয়েই একযুগ পরে ফিরতে চলেছেন সৃজিত।
যদিও পরিচালক বা অভিনেত্রী কেউই অফিশিয়ালি ঘোষণা করেননি। তবে এবার সম্ভবত সেটা শুধু যথাযথ সময়ের অপেক্ষা।